মো: ফাহিমুল ইসলাম
সচিব, রেলপথ মন্ত্রণালয়
মো: ফাহিমুল ইসলাম ২৮ নভেম্বর ২০২৪ তারিখে সচিব, রেলপথ মন্ত্রণালয় হিসেবে যোগদান করেন। রেলপথ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
মো: ফাহিমুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩শ ব্যাচের কর্মকর্তা। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল কমিশনার অফিস, ঢাকায় যোগদানের মাধ্যমে তিনি সরকারি চাকুরিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে মানিকগঞ্জে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে পদায়িত হন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে, বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের পদে ও বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন। সেতু বিভাগে যোগদান করবার পূর্বে তিনি সরকারের অনুমোদনক্রমে (লিয়েন) দু'বছর একটি আন্তর্জাতিক সংস্থায় কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।
জনাব ফাহিমুল ইসলাম-এর নিজ জেলা পাবনা এবং তিনি পাবনা জেলা স্কুল ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি কর্মসূচির অধীনে অস্ট্রেলিয়ার University of Canberra বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের বৃত্তি প্রাপ্ত হয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আইন বিষয়ে এক বছর ব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অংশগ্রহণ করেন।
চাকুরি জীবনে শিল্প মন্ত্রণালয়ে উপসচিব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে কর্মরত থাকাবস্থায় বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি/সমঝোতা স্মারক নেগোসিয়েশন বিষয়ে তিনি বিশেষ অবদান রাখেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে কর্মরত থাকাকালে UN Habitat এর এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন। তাছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে কর্মরত অবস্থায় তিনি SAARC Cultural Centre এর পরিচালনা পর্ষদে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন। সরকারি দাপ্তরিক কাজে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, ইরান, সিঙ্গাপুর, চীন, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, রাশিয়া, নেপাল, ভারত, মালদ্বীপ, ভুটান, ত্রিনিদাদ ও টোবাগো, অস্ট্রিয়া, হাঙ্গেরী, ইটালী, লুক্সেমবার্গ, জার্মানী, সৌদি আরব, নাইজেরিয়া, মিশর, ফিলিপাইন, নেদারল্যান্ডস, স্পেন, ফ্রান্স ও বেলজিয়ামসহ ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশ সফর করেন।
মরহুম অধ্যক্ষ ফখরুল ইসলাম ও বেগম ফরহাত ইসলামের সন্তান মো: ফাহিমুল ইসলাম ব্যক্তি জীবনে বিবাহিত। তার স্ত্রী ডা. তাহমিনা হোসেন ঢাকা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক। তার দু'সন্তান, মেয়ে দীপিতা ফাহিম সুইডেনের Karolinska Institute এ ক্যান্সার বায়োলজি বিষয়ে পি এইচ ডি করছে এবং ছেলে সৌভিক ফাহিম Islamic University of Technology (IUT) তে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে শেষ বর্ষের ছাত্র।