Wellcome to National Portal
রেলপথ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০২৪

সচিব মহোদয়

 

আবদুল বাকী

সচিব, রেলপথ মন্ত্রণালয়

 

জনাব আবদুল বাকী (৫৭০১) ২১ আগস্ট ২০২৪ তারিখে সচিব, রেলপথ মন্ত্রণালয় হিসেবে যোগদান করেন। রেলপথ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব) হিসেবে কর্মরত ছিলেন।

 

বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের সদস্য জনাব আবদুল বাকী ১৯৯৩ সালের ০১ এপ্রিল সিভিল সার্ভিসে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে মোলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় কাজ করেছেন। তিনি তথ্য মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পরিসরে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান Infrastructure Investment Facilitation Company (IIFC) ও Infrastructure Development Company Limited (IDCOL) এর এমডি ও সিইও এর দায়িত্বও পালন করেছেন। ইআরডিতে কর্মকালীন তিনি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ সংক্রান্ত ‘কোর কমিটি’র নেতৃত্ব প্রদান করেন এবং টেকসই ও মসৃণ উত্তরণ সংক্রান্ত প্রকল্পের নেতৃত্ব প্রদান করেন। তিনি জাতিসংঘের ৪র্থ এলডিসি কনফারেন্সের আওতায় গৃহীত ইস্তাম্বুল প্রোগ্রাম অব অ্যাকশন (IPOA) এর ফলোআপ হিসেবে বাংলাদেশের কান্ট্রি রিপোট প্রণয়নে নেতৃত্ব প্রদান করেন এবং জাতিসংঘের বিশেষ এলডিসি কনফারেন্সে তা উপস্থাপন করেন। এছাড়াও বিপিএটিসিতে কর্মকালীন তিনি Public Servants’ Training Need Assessment, Innovation in Public Service সহ Public policy’র বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যুতে পরিচালিত সামাজিক গবেষণায় নেতৃত্ব প্রদান করেন এবং বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কোর্স কারিকুলামসহ বিভিন্ন কোর্সের কারিকুলাম প্রণয়ন/হালনাগাদকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন রিসোর্স পারসন হিসেবে উন্নয়ন অর্থনীতি ও পাবলিক পলিসি বিষয়ে বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত সেশন পরিচালনা করেন।

 

জনাব বাকী পাবলিক লীডারশীপ, সরকারি ক্রয় ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, রাজস্ব নীতি, বর্জ্য ব্যবস্থাপনা, মেগা অবকাঠামো ব্যবস্থাপনা ও চ্যালেঞ্জ, এসডিজি অর্থায়ন কৌশল, সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা বিষয়ে দেশ ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি বিদেশে বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ ও নিগোসিয়েশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন।